যাও ফিরে—
কে তুমি শান্ত দাঁড়িয়ে এখনো অপলক, নিশ্চুপ!
এই নদী থেমে যাবে একদিন মোহনায় মিশে,
শান্ত হবে কাঙ্ক্ষিত কামনার নিস্তরঙ্গ সহবাসে।
ফিরে যাও পুরোনো পথে—যাও ফিরে এখনি,
নতুবা খান খান করে দেবে সন্ধ্যার নীল তরবারি—
যদি তুমি এসে থাকো কোনো প্রতিশ্রুতির টানে—
তবে কান পেতে শোনো ওই সবুজ ঘাসের বুকে,
চেয়ে দেখো ওই নদী প্রবাহে,আকাশের নীল রঙে,
কথা বলে দেখো ঝরা পাতার মৃত শরীরের সাথে,
সকলে বলবে তোমায় ফিরে যেতে; তোমার ঘরে!
তারপরও যদি করো অপেক্ষা মোহাবিষ্টের মতো;
তবে জেনো তোমার অমলিন শরীরের টুকরো খণ্ড যত,
ছড়িয়ে পড়বে সবুজ ঘাসের বুকে নীল তরবারি ঘায়ে,
তারপর ফিরে যাবে কেউ অন্তহীন উল্লাসে,উচ্ছ্বাসে—
তখন তুমি খুঁজে যাবে শুধু রক্ত স্রোতের মাঝে,
ছড়ানো খণ্ড যত—আমৃত্যু; একইভাবে....!
তাই যাও ফিরে এখনি, প্রত্যাখান কর ছলনার আমন্ত্রণ--
আর থেকো না অপেক্ষায়, সন্ধ্যা নামবে এবার,
রক্তস্নানের সময় হবে যে নীল তরবারির!