কত প্রপঞ্চ মূহুর্তে লীন হয়ে গেছে—
লয় পেতে পেতে অমবস্যার কারাগারে,
বন্দী হয়েছে চাঁদ কত বার!
তবু উত্তরাকাশে জীবন্ত চোখের তারা—
অনাদি কাল হতে আজও স্থির!
সখ্যতা হয়নি তার কারো সাথে,
তবু যে সকল পথ চলার ঠিকানা,
লেখা আছে ওই নীল দৃষ্টির প্রকোষ্ঠে।
তবে কেন ওঠে এত হাহাকার—
ভুল ঠিকানার অশরীরী বাঁকে!