আধখানা হৃদয় নিয়ে শুধু তাকানো এপার ওপার,
মাঝখানে পাতা ওই নৃশংস মরচে জমা কাঁটাতার!
এপারের দুর্বা শেকড় লুকিয়ে বাঁচে ওপারের মাটি জলে,
ওপারের জমি জুড়ে সবুজ প্রান্তর নির্ভয়ে মাথা তোলে!
ওপারের পাকা ফল এপারের চেনা মাটি ছুঁয়ে,
অনাথ চারা গাছ একা বাঁচে তবু, শুধু একা হয়ে!
সদর এপারে খিড়কি ওপারে তবু প্রেম নয় ইতিহাস,
এখনো আমরা আধখানা তবু বাঁচে বিশ্বাস!
ওপারে কিশোর অপেক্ষাতে এপারের পানে চেয়ে,
এপারে কিশোরী চোখ ছলছল নির্বাক ভাষা নিয়ে!
এপারের প্রেম বাংলায় বলে ভালোবাসি তোমায়,
ওপারে হৃদয় বাংলায় শোনে তবু তা শূন্যে মিলায়!
এপারের বাতাস ওপারের সাথে ভাব করে বিনিময়,
কাঁটাতার তবু পারিনি তুলতে বড় একা যে,অসহায়!
অখণ্ড হৃদয় ভাগ হতে পারে হয়তো ভাবেনি কেউ,
তাই তো এখনো আধখানা শরীরে ওঠে রক্তের ঢেউ!
তবু ভাবি বসে কোনো একদিন নাড়ী ছেঁড়া রক্তটানে,
হৃদয়ের সাথে মিলবে হৃদয় পূর্ণ প্রানের স্রোতে—
অমলিন আলিঙ্গনে!