কল্পবাসে তোমায় পরাতে চাই না কিছু—
বরং নিরাভরণ বড় মানায় আকাশের মতো,
মেঘ সরানো বৃষ্টি আকাশ যেমন এককোনে,
সূর্যের উঁকি চোখে রোদ মেখে যৌবনে ভাসে,
আমার প্রজাপতি ডানায় সুপ্ত আদিম আলিঙ্গন,
তোমায় ভেজাবে জেনো অনাদি শব্দের বিভঙ্গে,
তুমি হয়ে যাও নদীর মতো উচ্ছল নগ্ন প্রবাহ,
কিংবা অষ্টাদশী উদ্দাম বাতাসের মতো চঞ্চল,
আমার জেগে থাকা বসন্ত বৈভব,চেরাপুঞ্জী শরীর,
তোমায় ভিজিয়ে দেবে ঠিক নিরাবরণ করে,
তারপর তুমি পাহাড়ের কোল ছেড়ে,
পারবে না যেতে কোনদিন,থেকে যাবে গভীর সঙ্গমে,
মৃত সঞ্জীবণীর গুপ্ত গহীন রূপ জ্বেলে,
আমার বিশল্যকরণীর ডাল পাতা জুড়ে।