সকালের ঠোঁটে, বাদুড়ের শেষ মেলা ডানায়—
ভায়োলীনে ভৈরবী ডুকরে ওঠার আগে,
যদি খুলে যায় দ্বার, তবে যে—
পথ চলা হবে শুরু অন্ধকারের বুকে!
হাসনুহানার গন্ধ মাখানো এ রাতের ডাকে—
বৈরাগী ঝুলি ভরে দেবে কেউ দ্বিধাহীন ভরে,
হয়তোবা যেতে হবে গহীন গোপন পথে,আত্মনির্বাসনে—
মদিরায় ভেজা স্বপ্ন চোখে যেতে হবে,
যেতে হবে দিক্বিদিক শূন্য চেতনায় ডুবে!
ধ্রুবতারা যদিবা থাকে মেঘে ঢেকে—
তবু যাবো সনাতনী শব্দের অনুগামী হয়ে,
তারপর খুঁজে নেব ঠিক ওপারের খেয়া,
আর কাঁদবে না ও রাত, আমায় খুঁজে—
মহাকাল বুক পেতে--
ভেঙে যেতে দেবো সব ঢেউ,
তৃপ্তির নীল চোখে লীন হবে হয়তো তখন,
দীর্ঘ রাতের অবিশ্রান্ত আকুতির সুরসঙ্গম।।