বিদ্রোহ উষ্ণ তার—
ভেজা চুল কাকভোর মেয়ে!
লালমাটি উঠোনের চোখ,
নীল আলো বইছে শরীর বেয়ে!!
বিদ্রোহ উষ্ণ তার—
দাঁতে দাঁত তপ্ত মরু বালি!
ক্যাকটাসে ক’রে চুম্বন,
বল মেয়ে তুই, মরিচিকা জল পেলি?
বিদ্রোহ উষ্ণ তার—
লালা ঝরা দুফালি জিভে!
সাদা মেঘ ভঙ্গিল পর্বত হ’তে,
যুবতী ঝর্ণা ওঠে জেগে!!
বিদ্রোহী উষ্ণতা—
আগুনের সাথে মিশে যা এবার,
বাতাস কর তুই মুঠো!
থেমে যাক বিদ্রোহ,জ্বালিয়ে দে তোর—
পুড়িয়ে দে নিজে,বিদ্রোহী খড়কুটো!!