মেঠোফুল গন্ধ ছুটছে আদিম রক্ত স্রোতে,
সংগ্রামী থালায় শরীর বাঁচানো ক্ষিদে—
মুখ গুঁজে শুধু জমিয়ে তুলছে রস রক্তের ফেনা,
পঞ্চপ্রদীপের শেষ সলতে পুড়ছে যখন!
ঝরছে নীল আলো শিরা উপশিরায়,
বর্তুল কচ্ছপ পিঠ বেয়ে যেতে হবে—
যেতে হবে কালো আলোর পথ ধরে,
পায়ের তলায় শ্যাওলা জমছে দুর্বার বেগে,
তবু যেতে হবে শীতল সাইবেরিয়ায়!
এরপরও যদি জাগে বিসুভিয়াস—
কিংবা সাহারার মায়াবী আগুন পথ;
তখন তোমার দু চোখের আকাশ ভাসানো মেঘ;
দিয়ো আমার লাল মাটি শরীরে!  
জানালায় ঢুকে পড়া তেফালি আলোয়!
তারপর চেয়ে দেখো নগ্ন কালো ছায়া—
আমার সর্বনাশের বাষ্প উড়ানো বাঁচা,
দেখে নিয়ো খেজুরের চেরা পাতার ফাঁকে—
সংগ্রামী থালায় শরীর বাঁচানো ক্ষিদে.....!!!!