অষ্টাদর্শী সোমবারে জন্মাইয়া ছিল পুত্র,
ভাংগিয়া বিলীন করিয়াছিল লৌকিক যত সুত্র!!
মনকে মন রসগোল্লা করিয়াছিলাম বিতরন,
কে বা জানিতো আমায় করিতে হইবে পুত্রের লাশ বহন!!
আদর করিয়া সোহাগে জড়াইয়া
     কত কিছু আনিয়া দিতাম,
পুত্র আমার নিশ্চুই ছড়াইবে
     এই মূর্খ পিতার সুনাম।।
ভাবিতাম, পুত্রই হবে আমার আধাঁর ঘরের আলো,
সেই পুত্র কি করিয়া জংগীবাদে নাম লেখালো!!!!
মনে পরে নাই কি তাহার
        এই কাংগাল পিতার মুখচ্ছাপ?
কাঁপেনাই কি তাহার হাত
        করিতে এমন নিষ্ঠুর পাপ??
আত্মঘাতী হইয়া পুত্র,
        হারাইলো তাহার প্রান,
সাথে সাথে ধুলায় লুটাইলো
        এই পিতার সম্মান।।
হতাশা আর লজ্জায় হাটিয়ে হয় আজি
        নিচু করিয়া মাথা,
লোকজন দেখিয়া কয়,ওই দেখ
      যাইতেছে জংগীর পিতা।।
কে বা বুঝিবে আজি এই অভাগা পিতার কষ্ট,
সব আশায় আগুন লাগিয়া হইয়া গেলো নষ্ট।।
কোন পাপে দুনিয়াতেই পাইলাম নরকের স্বাদ?
সব আমার কারিয়া নিলো নিষ্ঠুর জংগীবাদ।।।