খুব বাঁচিয়ে রাখা তিনটি কথা ,
এই মাত্র ফেলে দিলেম ডাস্টবিনে ,
কুঁড়িয়ে নিল শহুরে কাক তেমন কোন কাক মিছিলে ,
কুঁঁড়িয়ে নিল একটি ছেলে কাঁটা ঘুড়ির সুতো ভেবে ,
কুঁড়িয়ে নিল কোন মেয়েটি সুইসাইড নোট লিখবে বলে ?


শহুরে কাক কথাটির চোখের কোনে ঠোঁট বসাল ,
হৃদয় কেটে ছড়িয়ে দিল ।


সেই ছলেটি সুতোয় সুতোয় কাঁচ মাজ্ঞার বুনন দিল ,
একট ঘুড়ি কাঁটবে বলে বুনো রাত পাশবালিসে কাটিয়ে দিল ।


আর সেই মেয়েটির এই মাত্র এলার্ম ক্লকে ঘুম ভাঙ্গল ,
কাপাঁ হাতে কথার খামে ২-১ টি লাইন লিখল ।


ও মেয়ে তুই পালিয়ে যা ,
জারুল ফুলের এই শহরে ,
থাকবেনা আর নষ্ট মা ।