তুমুল আদরে লেপ্টে দিব ঠোঁটের লিপিস্টিক ,
তুমুল ঝড়ে কেড়ে নেব তোমার কাজল টিপ ,
তুমুল কিছু লন্ডভন্ড ঘটতে পারে জেনো ।


তুমুল কিছু তুল্য-মূল্য আঁকড়ানো সব মায়া ,
দুই হৃদয়ে বেটে নেব সমান সমান ছায়া ।


মাটিরদেহে আগুন থাকে দেখেছ কি নারী ,
সেই আগুনটা হৃদয়কুড়ে সুপ্ত আগ্নেগিরি ।


হয়ত তুমি বলতে পার,
এই তোমার কবিতা লেখার ছিরি ,
এক কথায় যদি বলি খুবি বিচ্ছিরি ।


আমার কি দোষ তোমায় পেলেই ইচ্ছে করে ,
তুমুল কিছু করি ।