তবুও দেখা হলো না
হাসান মাহমুদ


একটি প্রভাত ব্যর্থতার
যতটা দূরত্ব থাকে দীর্ঘশ্বাসের সাথে,
অন্তরে লুকিয়ে থাকা সুপ্ত বেদনাটির
যতটা দূরত্ব নীরব কান্নার সাথে,
বিজয় শব্দের যতটা দূরত্বে উৎফুল্লতার বসবাস,
হয়তো ততটাই দূরত্ব ছিল তুমার আমার।
তবুও দেখা হলোনা!
হয়তো ভাগ্যে লিখা ছিল না।


যতটা দূরত্বে বসবাসে
অনুভূতি মাতাল হয়েছিল তোমার ঘামের সুঘ্রাণে,
রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জাগিয়েছিল তোমার উপস্থিতি,
আর তোমার উষ্ণতার অনুভবে
বিবেক বারবার হয়েছিল আত্মঘাতী।
আমার ঠিক ততটাই কাছে ছিলে তুমি,
তবুও সেই কাঙ্ক্ষিত শুভক্ষণ এলো না!
ঐ দুচোখে এ চোখদুটো রাখা হলোনা।


যেমনি ভাবে প্রাণ দেহটাকে রাখে জড়িয়ে,
রৌশনীতে যেমন আপন ছায়া
নিবিড় সঙ্গ দেয় পাশে দাঁড়িয়ে।
তুমি ঠিক ততটা কাছে থেকেই
এলোমেলো করেছিলে আমার ভাবনা যত।
তথাপিও আমাদের দেখা হলো না!
ভাগ্যে মিলন লিখা ছিলো না
হয়তো আর কখনোই দেখা হবে না।


সন্ধ্যা ০৬:৪৫           ০৬ ফেব্রুয়ারি ২০২০


https://m.facebook.com/story.php?story_fbid=522841458679154&id=100028599139599