তোমার নিরবতা আমাকে যা দিয়েছে
অচেনা একটা জগৎ
অচেনা কিছু মুখ,
নেই তুমি আর নেই একটু সুখ।।


জানিনা সেদিন কি হয়েছিল তোমার?
তোমাকে বিদায় দিতে নয়,
গিয়েছিলাম তোমাকে নতুন করে
বরণ করতে,
তোমার নিরবতা আমাকে  
তোমার থেকে অনেক দুরে সরিয়ে দেয়,
যার নাম হয়েছিল বিদায়।।


তুমি কেন আজো নিরব?
সেদিন ও ছিলো নিরবতা,
তোমার নিরবতা আমাকে বাধ্য করেছিল
বুকের পাজর চিরে
তোমাকে বের করে দিতে,
তুমি তখনো কিছু বলনি।।

আজো মন তোমাকে খোজে
নিজের অজান্তে দু'ফোটা জ্বল গড়িয়ে পরে
তোমার নিরবতার মানে
আজো করতে পারিনি জয়,
তোমার নিরবতার মানে ভয়,
নাকি অভিনয়?