কল্পনার ব্যথান
খুলিয়া বসিয়াছি আজ,
স্বপ্ন গুলো থামিয়া গিয়াছে
ফুরায়েছে আজি সকল কাজ।
শত উপমায় উপমিত করি
সাজায়েছি তোমা কত শত বার,
কুড়ায়েছি ক্ষোভ অঞ্জলি ভরি
জুটিয়াছে শুধু তিরষ্কার।
চাদ দেখিয়াছি ছুটিয়া গিয়াছি
গায়েতে মাখিতে তার আলো,
ভুলে ভরা ছিলো দৃষ্টি আমার
অমাবষ্যার আধার কালো।
কত বার আমি সাজায়েছি বেদি
কত গাথিয়াছি ফুলের মালা,
হেনেছো আঘাত দিয়ে বিষ দাত
তত বাড়িয়াছে অনল জ্বালা।
তৃষিত চোখের তৃষিত চাহনি
ক্লান্ত হইয়া ফিরি আসে মোর,
কাটে নাই ওগো কাটিবে না কভু
তোমার প্রেমের নেশাময় ঘোর।