দেখেছিলুম তাঁকে বুড়িগঙ্গার তীরে এক কোমল হাসির মধ্যে খানে।
এলোকেশী বাতাসে তাহার চুল গুলো যেনো উড়েছিলো পাল তোলা নৌকার মতো উড়ন্তে।


এবং সে তাকালো পূর্ব আকাশে মনে হলো এই বুঝি বৃষ্টি নামলো বলে।


অত:পর,যে যখন সুমধুর কন্ঠে বললো,হে বিশাল আকাশ তুমি বুঝি আমার আপন হলে?


কেবলি মনে হলো আমার,সমুদ্র কন্যা এতোদিন তুমি কোথায় ছিলে?