ওহে নারী,
তোমারে আমি ভুলিতে গিয়ে পাড়ি দেয় পদ্মার পাড়ি।
তোমারে ভুলিতে গিয়ে হেঁটে যায় কয়েকশ ক্রোশ পথ।
ওহে নারী,
তোমারে ভুলিতে গিয়ে আমি তিন রাস্তায় আড়ি পাতি।
তোমারে ভুলিতে গিয়ে শুনি কোকিলের মধুর ধ্বনি।
ওহে নারী,
তোমারে ভুলিতে গিয়ে আমি টিনের চালের বৃষ্টির শব্দ শুনি।
তোমারে ভুলিতে গিয়ে আমি এক মনে খোলা মাঠের প্রান্তরে চেয়ে থাকি।


আর তোমারেই আমি ভুলিতে পারেনি।