বহু পথ পেরিয়ে আমি একদিন,
প্রকৃতির কাছে গিয়ে বলেছিলাম,
তোমাদের মতো নিখাদ উদার হওয়া শিখতে চাই।
হতে চাই, শান্ত, স্নিগ্ধ ও অপ্রতিম।
সাদর সম্ভাষণে প্রকৃতি আমায় বলেছিল,
তাহলে ফেলে এসো বাহ্যিক আভরণ, আবরন,
আমরা অনাবৃত।
তোমার ভেতর ও বহিরে জমাকৃত কলুষ পরিশুদ্ধ করতে,
পান করো বিষাক্ত হেমলক।
আমি সংশয় ও সংকুচিত মনে ফিরে এসেছি।
প্রকৃতির আহ্বানে নিজেকে নিরাবরণ করতে পারিনি,
দূর করতে পারিনি মন ও শরীরে জমা অনুভূতির বিষ।
অতএব, আমি মানুষ হয়েছি।
নিপুণ কারিগরের মতো নিজের ভেতরে
মৌমাছির প্রকোষ্ঠ বানিয়ে,
সেখানে জমা করতে শিখেছি যত অনুভূতি, আবেগ।
আমি মানুষ, হৃদয় ভাঙ্গার খেলায় জলকাদা মিশিয়ে,
গড়তে শিখেছি ভালবাসার মিথ্যা প্রতিমূর্তি।
কেবল শিখতে পারিনি প্রকৃতির মতন উদার ও প্রেমময় হতে ।


                                   ২৭/০৩/২০২৪ খ্রিঃ