জীবনের রং বুঝি এমনই হয় !
রংধনুর সাত রঙের মতো,
সব অনুভূতি মিলেমিশে একাকার।
হতে পারে পীতবর্ণ কারো পছন্দের রঙ নয়,
কিন্তু ছয় রঙের রংধনু কে দেখেছে কবে ?
অব্যক্ত বেদনা এমনি করেই মিশে থাকে,
কোন অনুভূতিকে উপেক্ষা করার সুযোগ কই।
জীবনের রং তো এমনই।
কখনো শরতের সুনীল আকাশে সাদা মেঘ,
কখনো বর্ষায় ঘন কালো,
কখনো ছদ্মবেশী চাঁদের আলোয় এক মায়ার ভূবন।
সব নিয়েই জীবনকে ভালোবাসতে হয়।
জীবনের রং সে তো এমনই।
সম্পর্কের তীব্র টানাপোড়েনে,
নীচে নামতে থাকে প্রত্যাশার পারদ,
প্রচন্ড আত্মদহনে একসময় আত্মবিশ্বাসী হয় মন,
ভুলে যায় পারস্পরিক লেনদেন,
তুচ্ছ হয়ে যায় চাওয়া, না পাওয়ার যন্ত্রনা।
অতঃপর, একদিন উর্ধ্ব শিরে গায় জীবনের জয়গান।
এইতো জীবন।
জীবনের রং তো এমনই, বহু বর্ণের সমাহার।


                                   ২৬/১০/২০২০ খ্রিঃ