ভালবাসি প্রকৃতির সবুজ শ্যামলিমায় হেঁটে যেতে, 
নিরবে দূরে বহুদূরে। 
হারিয়ে যেতে চাই চড়ুই কিংবা
শালিকের পাখায় ভর করে।
শ্রাবণের  জলের ধারার মতন ঝরতে  চাই অবিরাম।
বর্ষা হতে চাই গহীন ঝরনা ধারার সাথে।
দোলনচাঁপা কিংবা বেলীফুলের
সুবাসে অমরত্ব পেতে চাই।
কিংবা মৃত্যুর মুখোমুখি হতে
পারি সবুজের সান্নিধ্য পেলে,
মৃত্যুর কাছাকাছি যদি সন্ধ্যার তারারা থাকে।
তুমি কি আমার মত একজন ,
আমার সাথে ভিজতে চাও জোছনার বৃষ্টিতে?
আমন্ত্রণ রইল তোমার।