গাহি সৃষ্টির গান
মাহফুজা আক্তার এম.এ.কে

ধরাধামে যাহা কিছু
সবি প্রভুর দান,
সৃষ্টি সেরা মানব হয়ে
গাহি সৃষ্টির গান ।

ওই না পাহাড় ঝর্ণা ধারা
প্রভুর অবদান,
এই সব দৃশ্য হৃদয় কেঁড়ে
জুড়ায় মোদের প্রাণ।

চোখ মেলিলে দেখি সবি
প্রভুর সৃষ্টির রেস,
অপরূপের সৃষ্টি মেলা
দেখে লাগে বেশ ।

মন মাতানো সুরের পাখি
সবি প্রভুর দান,
বৃষ্টি ফোঁটা রোদের ঝলক
দোলায় শান্ত প্রাণ ।

চারিদিকে সবুজ লতা
সৃষ্টির শ্রেষ্ঠ ধন,
বাহারি সব পুষ্পের কুঞ্জ
মৌন করে মন ।

(স্বরবৃত্ত ৪+৪+৪+১)
১৫-১১-২১ইং