তবে তাই হোক ,
বিরহেই বেঁচে থাকুক প্রেম,
মিলনে নিতান্তই যা মলিন ।


মধুর মিলনের স্বপ্নে বিভোর
সে চাহনি তবে মিথ্যে হলো।
যেখানে আজ বিচ্ছেদের বাস্তবতা ।
তবে তাই হোক,
বিরহেই বেঁচে থাকুক মিলনের স্বপ্ন।


প্রথম হাসি, প্রথম কথা,
সকলি কি মিথ্যা ?
সত্য কি তবে বিচ্ছেদ
কন্ঠে কেবল বিরহ গাঁথা।


তবে তাই হোক,
মৃত্যু সুখের মিছিলে
জন্ম নিক উজ্জ্বল হাসিমুখো দুঃখ।
তুমি যার কাঁধে হাত রাখবে না বলে,
যাকে ফেলে রেখে গেছ পথে।
আজ সে তোমারই বিশ্বাসী হাত খুঁজে
পায় তার নির্ভার কাঁধে।


তুমি যে মুখ আর কখনও দেখবে না বলে,
মুখ ফিরিয়ে হেঁটেছ উল্টো পথে।
আজ সে তার চোখে মুখে তোমারই ভারী নিঃশ্বাস পায় ঘুমোতে গেলেই।


তবে তাই হোক।
হাসি গুলো ফিরে যাক কান্না ভেজা চোখে।
হৃদয় আজ দুলে উঠুক দুঃখ-ব্যাথার উল্লাসে।