আমি ধ্বংস,  তুমি সৃষ্টি!!
স্মৃতির রাজ্যে ঘুরে আসা দৃষ্টি'রা বৃষ্টি হয়ে ঝরে পড়ে।
বলেছিল অমরত্বের মশাল জেলে হবে আলো,
এখন আমি মহা শূন্যে আলোকবর্ষ দূরে একাই আছি ভালো।
তোমার অহংকার আর লোভে কোন মাহাত্ম্য খুঁজে পেলাম না।
শুধুই খুঁজে পেলাম  নিঝুম রাতে পিশাচ আত্মার চিৎকার,
তাইতো গুনে খাওয়া কাঠের মত হারিয়ে সকল অধিকার।
হয়তো আমি স্রষ্টার সৃষ্টি কুলের পরে থাকা পথভ্রষ্ট।
স্মৃতির রাজ্যে আমি ধ্বংস,  তুমি সৃষ্টি,
তাইতো হৃদয়ে দিবানিশি ঝরে বৃষ্টি।।