নূরুন  আলা.....
নূর, হযরত পেয়ারা নবী কামলিওয়ালা,
দিবানিশি দরুদ পাঠে,
মিটে না তো মনের জ্বালা!
দিদারে মোস্তফার আশায় যুগ কাটে ,  
পাগল হয়ে ঘুরছি আমি মরুর মাঠে-ঘাটে।
ইয়া রাসুল আল্লাহ।।
ইয়া হাবীব আল্লাহ।।


মক্কাবাসী তোমার নাম দিয়েছে আল আমিন
তুমি ছিলে তামাম বিশ্বের জন্য রহমাতুল্লিল আলামিন
তোমারি আগমনে খুশিতে ভরে উঠেছিল মক্কার জমিন
খুদার ধর্ম ইসলামের শিক্ষা দিয়ে আমাদের করেছো মুমিন
কেয়ামত- পুলসিরাত- হাশর  কায়েমের দিন
তুমিই হবে এতিম উম্মতের একমাত্র আল-মুহায়মিন


তোমার আগমনে মক্কার মরুতে ফোঁটিল ফুল
নিয়ামতে নিয়ামতে ভরে উঠিল দু-কুল
রহমত বরকতে ভরে উঠেছে  দিল
তোমার প্রেমে পাগল হয়ে হয়েছি ব্যাকুল
ওগো মাবুদ মাফ করে দাও জীবনের সকল ভুল


ইয়া নবী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইয়া হাবিব, কালেমা পড়ে হয়েছি মুসলমান।
ইয়া রাসুল আল্লাহ তুমি আমাদের ইমাম,
তোমার দেখানো পথে চলে হয়েছি মুমিন।
তাই বেড়ে গেছে ইজ্জত  মান-সম্মান।


ওগো হাবিব মদিনা ওয়ালা,
ওগো হাবিব কামলিওয়ালা,
তোমার দরুদ পড়ে হয় যে উতলা।
তা’লা আল বাদরু আলাইনা,
দিদার দাও গো মোরে শাহে মদিনা!!



-- ৯ম রমাদান ১৪৪৫ হিজরি / ২০মার্চ ২০২৪ঈসাহী