এখনো সূর্য তার আলো থেকে
বৃক্ষ তার ছায়া থেকে,
চাঁদ তার জোসনা থেকে,
মেঘমালা তার বৃষ্টি থেকে, বঞ্চিত না করলেও

পরিচিত বন্ধু স্বজন অনেকেই,
দূরত্ব বজায় রেখে চলে
ততটুকু দূরত্ব, প্রগতির পাঞ্জাবিতে ধুলো স্পর্শ না করে।

সন্তানের কষ্টেও  আনন্দে ডানা মেলে,
জ্বলন্ত উননে  পিতাও ফেলেছিল নবী  ইব্রাহিম(আঃ)কে
  গহীন  কুপের মধ্যে ফেলে যায়  দয়াহীন অন্তঃকরণ,
এখনও নবী ইউসুফের   দুঃখে শিশুদের শৈশব কাঁদে।

কিন্তু বিশ্বাসী মা কখনোই পারেনা,সন্তানকে ফেলে যেতে
নীল নদে শিশু  ভেসে যায়  সিন্দুকে, রাসূল তাওরাতের
শান্তি বর্ষিত হোক,বিবি আছিয়া ও মুসার মায়ের উপর ।

কোথায় নবী ইসমাইল, এখনো তৃষ্ণা মেটায় জমজম,
কোথায় নবী ইসা,যার লাঠির আঘাতে মৃত্যুরা জেগে ওঠে,
শান্তি বর্ষিত হোক মা হাজরা, মা মরিয়মের উপর।

বড়ই অকৃতজ্ঞ মানব জাতি তার স্রষ্টার প্রতি।
আমাদের অন্ধ করতে পারতেন, অথবা বিকৃত চেহারা,
আমাদের অগণন   পাপেও তিনি ক্ষমাশীল,
অনেক রাগান্বিত হলেও তিনি রহমান।

সূর্যের উষ্ণতা যেমন শরীরে ওম সৃষ্টি করে,
বসন্তের বাতাস যেমন মনকে প্রশান্ত করে,
রহমের বৃষ্টি যখন আনে রেজেকের প্রশস্ততা।

অথচ  অধিকাংশ মানুষের  দৃষ্টিশক্তি,
অন্তঃকরণ ও শ্রবণ শক্তির উপর আবরণ,
তাই অকৃতজ্ঞের মত সবকিছু বেমালুম ভুলে যাই,
সবাই ভুলে গেলেও,স্রষ্টাই  থেকে যায় ঘন দুর্যোগে।