ফিলিস্তিন মানে দীর্ঘ শ্বাস, বাতিহীন লন্ঠন,
শিশুর কান্না, বদ্ধভূমির গল্প, হিম কুয়াশার প্লাবন।
ফিলিস্তিন মানে দুঃখের শিশির ঝরা সকাল,
ক্লান্তির ভিতর  হেঁটে হেঁটে চলা, মেঘের বিকাল।


ফিলিস্তিন মানে খাদ্য সংকট ক্ষুধার যন্ত্রণা,
ফসলের মাঠে আগুন, ভাঙ্গা গৃহস্থলীতে যুদ্ধের উন্মাদনা।
ফিলিস্তিন মানে অনন্ত বেদনার জোনাকি,
ষড়যন্ত্রের শিকার একখণ্ড উপত্যকা, শত বছরের সাক্ষী।


ফিলিস্তিন মানে আজন্ম অতৃপ্ত ঘুমহীন রাত, বহুকাল,
শূন্যতার মাঝে মহাশূন্যতা অদৃশ্য শিখলে বাধা  শূন্যেউড়াল।
ফিলিস্তিন মানে সবচেয়ে  নিপীড়িত মানুষদের নাজুক গল্প,
পথে প্রান্তরে সমাধিলিপি,শহীদেরচেয়ে পাথরের টুকরো স্বল্প।


ফিলিস্তিনমানে পাথরফাটা কান্নার বুদবুদ আওয়াজ,
পিপাসু মানবআত্মা  সারা দুনিয়ার নিপীড়নের রেওয়াজ।
ফিলিস্তিন মানে অবহেলার হাতছানি, স্বপ্ন ভাঙ্গা নীড়,
সুরঙ্গ পথে প্রার্থনা,মাটির  নিচে বসবাস এক আজব মহাবীর।