টাকা আছে টাকা আছে
তাদের অনেক টাকা,
টাকার জন্য ঘুরছে সদা
করছে বিবেক ফাঁকা।
ডাইনে টাকা বাঁয়ে টাকা
টাকা খাটের নিচে,
ব্যাংক লকাড়েও টাকা আছে
নয়তো এসব মিছে।
টাকার প্রতি আছে তাদের
অগাধ ভালবাসা,
টাকার জন্য করছে হনন
গরিব দুঃখীর আশা।
টাকার জন্য দুর্নীতিবাজ
খেতাব তারা নিছে,
টাকার জন্য চামচিকার দল
ঘুরছে তাদের পিছে।
সন্ত্রাস আর চাঁদাবাজি
করছে যে হরদম,
টাকার জন্য হইছে তারা
মানব জাতির যম।
টাকার জন্য অপহরণ
টাকার জন্য গুম,
টাকার জন্য রাজপথে কেউ
মারছে ককটেল বোম।
টাকার জন্য রং তামাশায়
দেশের ফটকাবাজ,
টাকা দিয়ে করছে পালন
হাজারো রংবাজ।
টাকার জন্য অশ্লীলতা
নাইযে তাদের লাজ,
পতিতালয় গড়ছে দেশে
ভরছে জোয়ার আড্ডাবাজ।
টাকার জোরে দাপট দেখায়
দেয় মিথ্যে অভিযোগ,
ন্যায় ইনসাফের মাথা খাইয়া
করছে বল প্রয়োগ।
টাকার জন্য ঝগড়া ফ্যাসাদ
টাকার জন্য খুন,
টাকার জন্য পাপের বোঝা
করছে লক্ষ মুন।
তাদের কাছে টাকাই যেন
সকল সুখের মূল,
চোখ থাকিতেও অন্ধ হয়ে
করছে মহা ভুল।
টাকার জন্য করছে তারা
হিসেব ছাড়া পাপ,
সেইতো টাকায় আনবে একদিন
বিষাক্ত কালসাপ।
===¤===
বিঃদ্রঃ "অর্থ সম্পদ মানব জীবনে খুবই মুল্যবাণ। মানুষকে বেঁচে থাকতে হলে এগুলোর খুবই প্রয়োজন। কিন্তু কেউ যদি অর্থ সম্পদ অসৎ পথে অর্জন করে, তারা হয় গোটা মানব জাতির জন্য ব্যাধি স্বরূপ। তাই আমার এই লেখনী শুধু তাদের জন্যই। সুতরাং, এই লেখাকে নিজের ব্যাক্তিগত দিকে টেনে নিবেন না।"