কিসের এত রূপের বড়াই
কিসের এত অহংকার,
রূপ লাবণ্য কয়েক দিনের
চিরদিনতো থাকবে না আর।
যৌবন ফুরিয়ে বৃদ্ধ হবি
চামড়া হবে ঢিলে ঢালা,
সাদা চামড়া হয়তো একদিন
হতে পারে কৃষ্ণ কালা।
চোখের জ্যোতি কমে যাবে
দেখবি ঘোর অন্ধকার,
লাঠি ধরে হাঁটতে হবে
পরিবে কলকব্জায় ঝংকার।
কালো চুল সাদা হবে
শুনবি কানে কম,
কি করিবি সেদিনরে তুই
যাবে যেদিন দম।
দিন থাকিতে হও হুশিয়ার
ভুলে সকল অহংকার,
মানব জাতি সবাই সমান
করিস না রূপের বাহার।