বিষাদের ঘন্টা বাজে
আমার এই চিত্ত মাঝে
জ্বলছে তপ্ত বায়ুসখা,
সুখ তো পালায় লাজে
আসলো কষ্ট সাজে
বসুধায় আমি একজন ভুখা।
.
ক্রমাগত খেলছে খেলা
আমার এই জীবন ভেলা
বিষাদের হয় না কভু শেষ,
কষ্টেরা দিচ্ছে ঠেলা
সুখটা করলো হেলা
এভাবেই চলছে জীবন বেশ!
.
সকলের হলাম জঞ্জাল
আমি এক পথের কাঙাল
হয়েছে সোজা পথটা বাঁকা,
ব্যবধানটা আকাশ পাতাল
অভাগা পথের বাঙাল
তকদিরে কিছুই কি নেই আঁকা?
.
পথেরই কাঙাল বলে
তুচ্ছ করে দলে দলে
অধিকারটা হয় না পূরণ কভু,
যাচ্ছি আমি রসাতলে
শুধুই যে তাদের মূলে
তুমি কি দেখ না হে প্রভু?
.
আমিও তো ছিলাম মানুষ
ক্রুদ্ধে তারা বলছে খামোশ!
প্রতিবাদের হিম্মত আমার নাই,
দুর্বল বলে হলাম ফানুস
কেন আমার ঘাড়ে দিল কলুষ?
হে প্রভু! পথের কাঙাল তোমায় ডেকে যাই।
তুমি ছাড়া আমার কেহ নাই।