বন্ধু মানে একাকী নয়
সঙ্গ নিয়ে চলা,
বন্ধু মানে লজ্জা ভুলে
সকল কথা বলা।
বন্ধু মানে সুখ দুঃখ
ভাগ করে চলা,
বন্ধু মানে আঁধার মনে
আলোর প্রদীপ জ্বালা।
বন্ধু মানে একটু খাবার
সবাই মিলে খাওয়া,
বন্ধু মানে না থাকার মাঝে
হাজার কিছু চাওয়া।
বন্ধু মানে প্রভাত বেলার
ঘুম ভাঙ্গিয়ে দেওয়া,
বন্ধু মানে কোমল হাওয়ার
শীতল পরশ নেওয়া।
বন্ধু মানে কফি হাউজে
আড্ডা দেওয়ার মেলা,
বন্ধু মানে ঘরে বাইরে
হাজার রকম খেলা।
বন্ধু মানে একই সাথে
জমিয়ে আড্ডা  খুব,
বন্ধু মানে ফল বাগানের
ফলের প্রতি লোভ।
বন্ধু মানে হাসি ঠাট্টা
বিদ্রুপ আর দুষ্টমি,
বন্ধু মানে আবল তাবল
নানান রকম পাগলামি।
বন্ধু মানে মাঠে ময়দানে
বাউলা গান গাওয়া,
বন্ধু মানে দল বেঁধে
নতুন পথে যাওয়া।
বন্ধু মানে মেঘলা আকাশ
বৃষ্টি ভেজা দিন,
বন্ধু মানে সুখের সময়
ভায়োলিন আর  বীণ।
বন্ধু মানে প্রভাত বেলার
জেগে উঠা সূর্য,
বন্ধু মানে দুঃখের সময়
শান্তনা দেওয়া দৈর্য।
বন্ধু মানে পাশাপাশি থেকে
যুদ্ধে জয় করা,
বন্ধু মানে বৈষম্য ভুলে
হাতে হাত ধরা।
বন্ধু মানে ব্যস্ত থেকেও
একটু সময় দেওয়া,
বন্ধু মানে অভিমান ভুলে
কাছে টেনে নেওয়া।
বন্ধু মানে ডাইরিতে লেখা
বিস্মিত সব ঘটনা,
বন্ধু মানে ভুলিয়ে দেওয়া
মনের যত যাতনা।
....................
....................
======