অভাবের তাড়নায় পড়িয়াছি
উদরে আহার চাই,
কাজের সন্ধানে দেশে দেশে ঘুরি
কর্ম খালি নাই।
লাঞ্ছিত করিল বঞ্চিত করিল
এই সমাজের লোক,
আমি কষ্টের আঘাতে জর্জরিত
জ্বলিছে তপ্ত সর্বভূক।
দুঃখ বাসা বেঁদেছে বুকে
কষ্টের শেষ নাই,
করছি লড়াই দুঃখের সাথে
সুখের সন্ধান চাই।
সুখের জন্য বিবেক হারা
চাই না আমি হতে,
দুঃখ আমার থাকুক সদা
তবু চলবো সঠিক পথে।
তাইতো দুঃখী সবার তরে
চাই বলিতে কিছু,
দুঃখ আঘাত হানুক মনে
যাও সঠিক পথের পিছু।
অভাব আসলে সভাবটাকে
করিও না নষ্ট,
ধৈর্য ধরে যাও এগিয়ে
নয়তো পথ ভ্রষ্ট।
সুখ দুঃখ থাকবে ধরায়
এইতো বিধির ধারা,
সঠিক পথে থাকো সদা
যেন না হয় বিবেক হারা।
যদি সুখের আশায় দুঃখগুলো
দূর করিতে চাও,
বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে
সঠিক পথে যাও।
===¤===