অপরূপ বৈচিত্রের লাবণ্য অশেষ,
সে যে আমার বাংলাদেশ।
সবুজে শ্যামলে ঘেরা যার নিবেশ,
সে যে আমার বাংলাদেশ।
ষড়ঋতুর সুশোভন যার পরিতেশ,
সে যে আমার বাংলাদেশ।
বহুবিধ বিহঙ্গের অমৃত কোলাহল বিশেষ,
সে যে আমার বাংলাদেশ।
গৃহিণীর অপরূপ খোলা কালো কেশ,
সে যে আমার বাংলাদেশ।
যাকে ভালবেসে ভুলে যাই ক্লেশ,
সে যে আমার বাংলাদেশ।
যেখানে ফিরে পাই হৃদয়ের আয়েশ,
সে যে আমার বাংলাদেশ।
হাজার দেশের মাঝে যাহার উদ্দেশ,
সে যে আমার বাংলাদেশ।
যাকে নিয়ে আমার স্বপ্নের উন্মেষ,
সে যে আমার বাংলাদেশ।