সকলের তরে নিজেকে উজাড় করি,
যেখানে রয়েছে জীবনের সার্থকতা,
সকলের দুঃখে দুঃখী হয়ে মরি,
চল সকলের সহিত করি মিত্রতা।
পুষ্পের মতন করে সাজাই জীবন,
বসুধায় ছড়িয়ে দেই পুষ্প সৌরভ,
চল পুলকে জাগাই সকলের মন,
ভুলিয়া অহংকার না রাখি গৌরভ।
.
.
চল সে পথে যে পথে শান্তি আর সুখ,
চল সে পথ ধরে মোরা এগিয়ে যাই,
ভালবেসে সকলকে চিত্তে দেই ঠাই,
দূর করি সকল হতাশা ও দুঃখ।
সকলের কল্যাণে জীবন করি ক্ষয়,
মানুষ হয়ে দেই মানুষ পরিচয়,
======
চরণগুলোর অন্তমিলঃ কখ কখ, গঘ গঘ, ঙচ চঙ, ছছ।