দশ মাস দশ দিন মাগো রাখলি আমায় পেটে,
কষ্ট যে তোর শেষ ছিল না তবুও গেলি খেটে।
গর্ভাবস্থায় তুই ছিলি মা প্রবল হুঁশিয়ার,
তোরই জন্য প্রথম আলো দেখি এ ধরার।
তোরই জন্য ক্রন্দন সুরে প্রথম আমি গাই,
মুয়াজ্জিনের ঐ মধুর কন্ঠ প্রথম শুনতে পাই।
দুগ্ধ দিয়ে ভরলি আমার শূন্য উদরখানি,
প্রথম মুগ্ধ হই যে মাগো শুনিয়া তোর বাণী।
হাঁটতে গেলে হোঁচট খেয়ে যেতাম যখন পড়ে,
সেই হাঁটাতো শিখাইলি মা আমায় ধরে ধরে।
অর্থহীন করতাম আওয়াজ, পারতাম না বুলি,
সেইতো বুলি মাগো আমায় প্রথম শিখাইলি।
ডাকতিস তুই চাঁদ মামাকে, আয়রে চাঁদ মামা,
আমার চাঁদের কপালেতে টিপ দিয়ে তুই যা।
জাদু আমার লক্ষ্মী আমার আয়রে খোকনসোনা,
ডাকছি আমি মা জননী দুধ মাখা ভাত খা।
বলতিস মাগো কাব্য ছড়া রূপকথা আর গান,
সেসব শুনে মাগো আমার জুড়াইতাম এই প্রান।
ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়াতিস মোরে,
বুকের মাঝে আগলে রাখতি আদর যতন করে।
স্বপ্ন দেখে চিৎকার করে উঠতাম যখন কেঁদে,
হঠাৎ করে চমকে মা তুই রাখতিস বুকে বেঁদে।
এমনি করে কত রাত মা জাগলি আমার জন্য,
মাগো তোরই  ভালবাসা পেয়ে হব আমি ধন্য।
মাগো বিদ্যালয়ের প্রথম শিক্ষা আমায় তুই দিলি,
শিক্ষা দীক্ষায় বড় হব সেখানটাতে নিলি।
সততার ঐ বাণী দিয়ে গড়ে তুললি আমায়,
ধন্য মাগো হলাম আমি তোমার ভালবাসায়।
শৈশব গেল কৈশোর গেল, যৌবনে পা দিলাম,
আজো মা তোর ভালবাসার কমতি নাহি পেলাম।
===¤===