দুনিয়াটা কি ফটকাবাজদের
বাহাদুরির খেলা?
যখন তখন যেথায় খুশি
ভাসায় তাদের ভেলা!
দুর্নীতি ও চাঁদাবাজি
আরো সিন্ডিকেট,
আমজনতা টেনিস বল আর
তারা হইছেন বেট।
আমজনতার মুখের খাবার
কাইড়া ফটকাবাজ,
দিনে রাইতে কোটিপতি
হইতাছে রংবাজ।
আমজনতা দুঃখে কাতর
কষ্টে কাটায় দিন,
সুখের ছোঁয়ায় নেতায় বাজায়
ভায়োলিন আর বীণ।
ফটকাবাজরা দেশে করছে
স্বৈরাচারী শোষণ,
রাজনীতির মাঠ নোংরা কইরা
দেশটা করছে দূষণ।