রিনিঝিনি নূপুর বাজে
প্রিয়ার রাঙা পায়,
স্বপ্নপরী রোজ এসে মোর
ঘুম ভাঙিয়ে যায়।
হুহু করে বাতাস বহে
বাহির পানে চাই,
আমার প্রিয়া আছে কোথা
খুঁজে যদি পাই।
নিঝুম রাতে চাঁদের জ্যোতি
কানন বনে আজ,
ঝিকিমিকি জোনাক মেলায়
প্রিয়ার রঙিন সাজ।
জলাশয়ের ধার কেঁটে যায়
স্বপ্ন হয়ে প্রিয়া,
যাই ছুটে যাই তাহার পিছু
ভয় নাহি পায় হিয়া।
পিছন হতে ডাক দিয়ে কই
চাও না ফিরে প্রিয়া,
আমায় ছেড়ে যাচ্ছ কোথা
চিত্তে ব্যথা দিয়া।
তোমার লাগি জোছনা রাতও
কষ্টে ভীষণ কাটে,
তুমিহীনা চাঁদের জ্যোতি
চাই না জীবন বাটে।
হঠাৎ করে দূর গগনে
কালো মেঘের উঁকি,
জোছনা ছেড়ে চাঁদটা লুকায়
দিচ্ছে প্রিয়া ফাঁকি।