প্রিয়াহীনা আজ,বেদনা বিরাজ
বহে দু-নয়নে উত্তাল হিল্লোল,
হৃদ জ্বলে যায়,চেয়ে নীলিমায়
বক্ষ পুড়িছে অশান্ত দাবানল।
চাঁদের কীরণ, হয়েছে ক্ষরণ
আঁধারে ছেয়েছে এই জীবনটা,
হৃদ মাঝারের ঘরটা ভেঙেছে
আসিয়া সহসা প্রবল ঝড়টা।
বুকের গভীরে, হৃদয়ের নীড়ে
জমিছে বিয়োগ বেদনার ক্ষত,
না বলা সে কথা,কত চাপা ব্যথা
নীরব হৃদয়ে আছে শত শত।
চেয়ে সেই বাটে,প্রতি নিশি কাটে
আঁধার নীড়ের খোলা জানালায়,
আমারে ছাড়িয়া, হারিয়েছে প্রিয়া
অনন্ত ঘুমে নির্জন নিরালায়।
======<>======