মা আমাকে দাওগো বিদায়
নগর দেশে যাই,
চাকরি-বাকরি করব আমি
পকেট খালি তাই।
অনেক টাকা আয় করিব
করবো বাড়ি গাড়ি,
যদি আমি সেই দেশেতে
কাজ করিতে পারি।
লাগবে আমার বিশাল টাকা
হইব শিল্পপতি,
আঁধার ঘরে জ্বালবো আমি
জ্যোৎস্না রাতের জ্যোতি।
ক্ষুধার্ত আর থাকবো না মা
পোলাও কোরমা খাব,
শিগ্রই আমায় দাওগো বিদায়
নগর দেশে যাব।
.
.
বিদায় দিব ওরে খোকন
মন যে মানে না!
আমি যে তোর মা জননী
তুই কি বুঝস না?
ঠিক আছে যা দিলাম বিদায়
থাকিস সহি-সালামতে,
নিজের প্রতি খেয়াল রাখিস
চলিস সঠিক পথে।
খাওয়া-দাওয়ার প্রতি যেন
না হয় বেখেয়াল,
দেহের প্রতি যত্ন নিবি
বিধির কাছে করিসরে সওয়াল।
কেমন আছিস সেখান থেকে
জানাস কিন্তু আমায়,
চিঠি দিস বার্তা দিস
দিলাম তোকে বিদায়।
.
.
ভাল থেকো মা, যাচ্ছি আমি
কেঁদো না আর তুমি,
তোমার পথেই চলবো মাগো
জানে অন্তর্জামি।
...................................
...................................
লক্ষ্মী বোন তুই আয়না কাছে
মান করিস না আর,
দুঃখ মোদের থাকবে নাতো
পাবই একদিন পার।
মায়ের কথা শুনবি সদা
দুষ্টমি তুই করিস না,
দুঃখ পেলে মা জননী
দিবি সদা শান্তনা।
পড়া লেখায় মন দিস
বিদ্যয়ালয়ে যাস,
ভ্রষ্ট ছেলে বললে কিছু
যেন ফিরে না তাকাস।
লাগবে কি তোর বলরে আমায়
আনবো আমি কিনে,
তুই যে আমার আত্মারে বোন
নেইতো কেহ বিনে।
.
.
ভাইয়া তুই আমায় ছেড়ে
যাবি ঐ দূরে!
ভয়ে আমার হৃদয় কাঁপে
কেমনে বলি তোরে।
কি আর করার সংসারটাতো
তোরই দেখতে হবে,
তুই ছাড়া কি আছে ভাইয়া
স্বপ্ন মোদের ভবে।
আমার জন্য আনিস কিনে
মেকাপ কাজল চুড়ি,
আলতা পায়েল আনবি আরো
লাল টুকটুকে শারী।
তোর অপেক্ষায় থাকবো ভাইয়া
স্বপ্ন চিত্তের মাঝে,
নীল দিগন্তে থাকবো চেয়ে
স্বপ্ন রঙিন সাজে।
.
.
যাচ্ছি বলে কাঁদিস না বোন
আসবইতো ফিরে,
ছোট্ট নীড়ে স্বপ্ন আমার
শুধুই তোদের ঘিরে।
===¤===