সজনা গাছে আছে সোহাগ
কেউ কি তাহা বোঝে,
পাতা গুলি ঝরে পড়ে
সকাল থেকে সাঁজে
সবুজ সবুজ কচি পাতায়
ডাল যে ভরে থাকে
থোকাই থোকাই সজনা ফুল
মুক্তের মত জ্বলে
কচি কচি সজনা পাতা
সবাই ভেজে খায়
তার যে কত উপকার
গাইব কি গুণ তার
রক্তের চাপ কমায়
রক্ত বাড়ায়-রাখে চনমনে
সজনাকে সবাই আপন বলে জানে