দিলে যখন শর্ত আমায় মাথায় নিলাম তুলে
নয়ের জল নয়নে শুকাবে, বুকের ব্যথা থাকবে বুকে জমে
অনেক কথা বলেছি তোমায়, অনেক দেখোছো তুমি
শুধু একটি কথা তোমায় বলি,
আমার দেওয়া সবিকিছু পবিত্র বলে নাওগো মাথা পেতে
শর্ত দিয়ে আমায় কেন বিদায় দিলে শেষে-
আমি যা দিয়েছি- সবই আমার হৃদয়ের শ্রদার্ঘ-
ফেলছ কেন তাহা দূরে শুকনো ফুলের মত
এমন আমায় শর্ত দিলে যা হৃদয় বিদির্ণ করে গেল
হৃদয়ে বইছে রক্ত বন্যা বুঝবে না কেহ-
আমার চোখের জলের ফোঁটা পড়ুক তোমার পায়ে
আমার বুকে ব্যাথা জমুক সারাটা জীবন ধরে
পারিনাকো থাকতে আমি তোমাকে যে ছেড়ে
কেন দিলে শর্ত আমায়-আমি পারিনাকো সইতে
যখনই আসব তোমার কাছে শর্ত আমায় কাঁদাবে বারে বারে
তোমায় যখন দেখবো আমি এমন শর্ত বুকে আঘাত করবে-
এত নিষ্ঠুর হলে-ভালো বেসে আমায় কেন-চির বিদায় দিলে-
আমায় কেন চির বিদায় দিলে- আমায় কেন লক্ষ্মী বিদায় দিলে
তুলে নাও গো শর্ত-নয়তো আমায় আর পাবে নাকো দেখা-
সত্যি যদি তোমায় ভালোবাসি শেষের বেলায় পাবে আমায় দেখা
সেদিন আর পাবে নাকো শুনতে আমার কণ্ঠস্বর-
শেষের ধোঁয়া আসবে ছুটে বলবে করো নাকো পর
আমায় করো না পর
তুলে নাও গো শর্ত-তুলে নাও গো শর্ত-
এ ক্ষ্যাপা করে মিনতি তোমায়
লক্ষ্মী মিনতি করি তোমায়, লক্ষ্মী মিনতি করি তোমায়