হারুনের স্বপ্নের বাড়ি ফেরা


মাহবুব  তারেক
সিয়ামেন, চীন
১১ নভেম্বর, ২০০৭


হারুন, তোমাকে খুব মনে পরে
তুমি এসেছিলে এক বুক স্বপ্ন নিয়ে।
তোমার মা অপেক্ষায় ছিল …..
কিছুটা শীত নেমে এসেছিলো , কুয়াশা প্রহর ,
মা খুব একটা দেখতে পায়না আজকাল
তবুও , নরম কাঁপা কাঁপা  আঙুলে
পরম আদরে বুনেছিল এই সোয়েটার l
চিতুই  ও পাটিসাপটা খেতে ভালোবাসতে ••  
মা কত যত্ন করে তৈরী করে রেখেছিলো।
মায়ের হাতের চালতা -গুড়ের আচার ,
মায়া  মাখানো মুড়ির বৈয়াম,
শিকেয় রাখা নূনা ইলিশ,
তেমনি রয়েছে, অপেক্ষেয়মান।  


দিনে দিনে একটু করে জমিয়ে রাখা
কষ্টে কেনা সুখে  ভাসাবে  বলে  মায়ের মুখ
কত স্বপ্ন নিয়ে ফেরা, কত ব্যাকুল হয়ে বলবে খোকা ••
“ মা গো কোনোদিন আর যাবোনা তোমায় ফেলে
সেই সুদূরে বিদেশ বিভুঁই।
কষ্ট গুলো গুছিয়ে এনেছি, এখন কেউ
সরাতে পারবেনা তোমায়  থেকে আমায় l


আচমকা এক ঘাতক হেঁচকা টানে
ছুমেরে কেড়ে নেয় হারুনের স্বপ্ন
রক্তে ভেসে যায় মাটি
রক্তে ভেসে যায় মহাসড়ক ব্যস্ত রাজপথ l
হারুনের রক্তে ভেসে যায়
স্বপ্নে উড়ার  দিন ,
হারুনের রক্তে ভেসে যায়
প্রিয়তমার হাতের কাকন, স্বপ্ন রঙিন l
হারুনের রক্তে ভেসে যেন যায়
পুরো  বাংলাদেশের  বুকের জমিন।


অপলক দৃষ্টিতে চেয়ে থাকে
আকাশ মুখী স্থির হয়ে আসা
হারুনের দুচোঁখ।


তোমার  মায়ের চোখের জল ফুরিয়ে,
উদ্‌ভ্রান্ত  কিংবা ক্ষিপ্ত বিস্ফোরকের মতো লাল।
ম্রিয়মান হতে হতে  মায়ের কণ্ঠ  বির  বির করে
আর বলে “যার গেছে সে জানে, কি গেছে তার”
“যার গেছে সে জানে, কি গেছে তার”l