কুঁড়ি বছরের একটা মেয়ে, সে একা
অথচ, আগামীকাল বসন্ত
ও মেয়ে, আমিও একা


এরপর যদি আরও কোন বসন্ত আসে এমন, আমি একা। দোষ নিও, আড়চোখে তাকানোর। লাল শাড়ী পড়ে সামনে আসার, ক্যাম্পাসের লুব্ধ হাহাকারে যখন ছিটেফোঁটা ভালোলাগা বিকোয় না, তখন একপৃথিবী প্রেম ছিলো তোমার ঐ সাঁজে। দোষ নিও, হঠাৎ কথা বলে ওঠার "কেমন আছেন?"


এরপর যদি আরও কোন বসন্ত আসে এমন, আমি একা। জীবন তার আগেই ভেসে যাবে, ফেঁসে যাবে অক্টোপাসের জালে। ছুটবে না বিক্ষত হৃদয়ের অন্তর্জল। দেখবে না কখনওই, আমি তোমার জন্য বারান্দায় দাঁড়িয়ে, হাতে বই, কাঁধে ব্যাগ, মাথায় কবিতা, সাথে প্রেম।


এরপর যদি আরও কোন বসন্ত আসে এমন যে, আমি একা।
তবে নির্বাসনে যাবো।