"জীবন নদী"


জীবন নদীর বাঁকে বাঁকে..
নৌযান তার ফাঁকেফাঁকে, চলে অবিরাম
ভীড়বে তরী কোন এক অজানা ঘাটে।


কী আশ্চর্য, এখনো তোমার মধুভৃৎ যৌবন
আমি প্রায়..নুইয়ে পড়েছি,
বয়সের ভারে বল-ভরসা হাতের লাঠিতে
পারিনা তারে বিনে টিপ টিপ হাটিতে।


এখনো, আছে তোমার সেই নির্মল খেলা,
সকাল দুপুর সারাক্ষণ সারা-বেলা!


কুচকুচে কালোকেশে এখন ও কান্ড তোমার!
যেথায় শ্বেতশুভ্র মাথা-ভর্তি পাকনা চুল আমার।


সেই উড়ন্ত প্রাণের প্রথম দেখা,
এখনো পড়ে মনে!
হাটি হাটি করে আমি অনুজে আজ,
পড়েছে ললাটে বয়সের ভাঁজ।
কী আশ্চর্য, আজ ও তোমার সেই সুনিপুণ গড়ন,আগের মতোই নড়নচড়ন।


আমি হেরে গেছি বয়সের বাটে, প্রহর গুনি জীবন তরী ভীড়বে কখন ঘাটে......