ভুলে যেও না তুমি,
         পুরাতন স্মৃতির পাতাখানি!
নবীনের টানে ফাগুনের মনে,
          ফ‍্যাকাশে হল আজ-
প্রথম পাওয়া গোলাপের স্মৃতি কথা।
          কে ছিল কোথায়,
ঐ পাড়াগাঁয় সন্ধ্যা তারায়,
          ছোট খাটো রঙিন জলসায়!
কালো ধুয়া আকাশে ছেড়ে,
          চলে যেতে তুমি দূরে-
মনে কি আছে আজ কার সাথে?  
          ব‍্যস্ত ছিলে তুমি কত,
শুধু 'তুমি' আর 'তুমার তাতে'!
           জানো কি কোথায় কখন,
ফেলেছ মণি রাতের আঁধারে,
          স্বাধীনতার নিস্ফল হুঙ্কারে?
তাকিও না ফিরে তুমি,
          কোথায় কে অভিমানী!
মাঝ রাতে জেগে উঠো,
          কেন তবে-বৈশাখীর ঝড়ে?


         ২০/০৬/২০১৭ইং
       ৫ই আষাঢ়, ১৪২৪বাং
           নিজ বাসভবন
            উত্তর ত্রিপুরা
                ভারত