রেল গাড়ি আর রেল যাত্রা দুটোই ভালো লাগে,
চড়াই উৎরাই ডানে বায়ে আঁকা বাঁকা চলে।
ধান ক্ষেতে কাঁচা আল কৃষক চালায় মাঠে হাল,
সাদা বক উড়ে দূরে সোনালী রোদের আকাশে।
ব‍্যাগ পিঠে মেয়ে ছেলে দৌড়ে চলে মেঠো পথে,
বাবুইরা বাসা বুনে তাল গাছে ঘাস পেয়ে মাঠে।
জামের গাছে কালো ফল আম পেঁকে ডল ডল,
রাঙা শাড়ি পড়ে নারী কলসে ভরে লয় জল।
বসে আসি ট্রেনে আমি কাছে আছে সোনা মণি,
শুধু ভাবি কত বাকি এই সুমধুর যাত্রা খানি।


            ০৬/০৬/২০১৭ইং
        ২২শে জ‍্যৈষ্ঠ ১৪২৪বাং
             মনু, ধলাই ত্রিপুরা
                      ভারত