রাস্তায় দাঁড়িয়ে আছি সেই আমি,
চোখ ধুয়ে কেন আসলে না তুমি?
সকালের এই হাটা তোমার জন্য,
তোমাকেই খুঁজে ফিরি হয়ে হন‍্য।
হেঁটে চলি দক্ষিণে তোমার আশায়,
উঁকি ঝুঁকি মারি ঐ তোমার বাসায়।
কত পাখি ডাকে দেখি নিম তলায়,
গেইটা  লাগানো তোমার  তালায়।
শালিকেরা উড়ে জোড়ায়  জোড়ায়,
সবাই হাটে দেখো পাড়ায় পাড়ায়।


           ১৬/০৫/২০১৭
       ধর্মনগর, উত্তর ত্রিপুরা
              ।। ভারত।।