বাংলা ভাযার বিখ্যাত কবিদের একটি তালিকা প্রস্তুত করলে কবি সুকান্ত ভট্টাচার্ষের নাম অবশ্যই থাকবে।তিনি তাঁর কবিতার মধ্য দিয়ে নিপিড়িত ও বঞ্চিত মানুষের জয়গান করেছেন।
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ১৩৩৩ খ্রিস্টাব্দের ৩০ শ্রাবণ কলকাতায় জন্মগ্ৰহন করেন।তাঁর পিতার আর্থিক অবস্থা খারাপ থাকায় আর্থিক অনটনের ছাপ তাঁর কবিতায় লক্ষ্য করা যায়।শৈশব থেকেই তাঁর কাব্য সাধনা শুরু হয়।তাঁর রচিত উল্লেখযোগ্য হল,'ছাড়পত্র','পূর্বাভাস','ঘুম নেই,' এবং'মিঠেকড়া'।