কবিতা কি?এই প্রশ্ন করা হলে-বিভিন্ন উওর বেরিয়ে আসবে।আসলে সমকালীন সামাজিক,রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থানে দাঁড়িয়ে কবির সংশ্লেষিত চিন্তাধারার সুশৃঙ্খল ছন্দময় প্রকাশই হল কবিতা।অবশ্য বর্তমানে ছন্দবিহীন কবিতার অভাব নেই।এক্ষেত্রে বাক‍্যে ছন্দ না থাকলেও একটা ভাবগত মিল বা ঐক্য খুঁজে পাওয়া যায়।