পূবের আকাশটা চেয়ে দেখি,
মনে হয় কালো মেঘ যেন
কোন বিধ্বংসী দৈত‍্য!
মুহূর্মুহ বজ্রপাত,
চঞ্চল বিদ্যুৎ চমক।
তবু এই প্রভাতের বেলায়,
ডেকে চলে ঐ কালো কাক,
ডানা ঝাঁপটায় বৃষ্টির জলে।
আর উড়ে চলে ভিন্ন ভিন্ন ডালে,
আবারো ডেকে চলে সকাল হয়েছে বলে।