কবিতা তুমি বড়ই শান্ত,
সুমেরুর বরফ পাহাড়ের মতো!
কবিতা তুমি বড়ই অনাবৃত,
আধুনিকা গৃহবধূটির মতো!
কবিতা তুমি অনেক সাজো,
শীতের রাতে হালকা পোশাকি মেয়ের মতো!
কবিতা তুমি অনেক বাড়ন্ত,
সিংহের সন্মুখে ঐ তাজা বলদটির  মতো!
কবিতা তুমিও পরিশ্রান্ত,
বাড়ি বাড়ি পসরা বেচে ফিরা দরিদ্র মেয়েটির মতো!
কবিতা তুমি বড়ই একা,
বাড়ী ছাড়া উদ্ধাস্তু  অভিমানিদের মতো!
কবিতা তুমি বড়ই লাজুক,
গোমটা দেওয়া নব বধূদের মতো!
কবিতা তুমি বড়ই বাচাল,
রেল স্টেশনের ঐ পাগলদের মতো!
কবিতা তুমি বড়ই একান্ত,
আমাদের গোপন প্রেমের মতো!