জীবন!
আমি আজ হারিয়ে যেতে চাই,
হারিয়ে যেতে চাই তোমার অঙ্গনে,
চির তরে জীবনের‌ই মতো!
তোমার‌ই অঙ্গনে,
বিনা সংগ্ৰামে জীবনের‌ই মতো!


জীবন!
তুমি আজ বড় পরিশ্রান্ত;
পরিশ্রান্ত শুধু তুমি আমাকে লয়ে
        তুমি নিয়ে চলো মোরে,
        অজানা ঐ কাল্ গহ্বরে।
        চির তরে জীবনের‌ই মতো।


পৃথিবী!
তোমার রূপ, রস,আর গন্ধে
আমি পরিতৃপ্ত।
তবুও চির অতৃপ্ত আমি,
অতৃপ্ত, শুধু তোমার‌ই প্রেমে।


নির্লিপ্ত!
আমি নির্লিপ্ত!
রয়ে যেতে চাই চির নির্লিপ্ত!
আর ডুবে যেতে চাই,
তোমার ঐ সাগর ,
মহাসাগরের অতল গহ্বরে।


কালবৈশাখী!
এবার আমি,
দুটি হাত তোলে দেবো,
তোমার ঐ কুজ্ঝটিকায়!
শুকনো তুলোর মতো,
উড়ে যাবো দূরে,বহু দূরে;
কোন এক অজানা প্রান্তরে।


প্রিয়তমা!
তবে,কেন?
কেন মনে হয়,
হয়তো বা কেউ,
কেউ না হয় কেউ
আমাকেও ভালোবাসে
তার সারাটা হৃদয় ভরে?