আমার জানার বড় ইচ্ছে হয়,
তুমি কেন সাজাও প্রতিদিন-
ঐ পদ্ম ফুলের কলি!
একা একা বসে ঐ কাঠের তাকিয়ায়,
কারণ জানা নেই;
তবুও বড়ো ভালো লাগে,
তোমার ঐ পাপড়ীর মতো,
হাসি ভরা চেহারাখানা।
বেণী বাঁধা কালো চুল,
আর গোলাপি চুড়িদার খানা।